কারেন্ট এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের ব্যবহার
(List the Application of Current and Potential Transformer)


কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমারের ব্যবহার

(১) লো-রেঞ্জের অ্যামিটার ও ভোল্টমিটার দ্বারা যথাক্রমে বেশি কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করার জন্য কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়।

(২) কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমার সম্মিলিতভাবে ওয়াটমিটার ও এনার্জি মিটারের পরিসর বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।

(৩) ওয়াইড ব্যান্ড CT অসিলোস্কেপের সহিত হাই ফ্রিকুয়েন্সি পরিমাপ করতেও ব্যবহৃত হয়।

(৪) সঠিক সিনক্রোনাইজিং মুহুর্ত নির্দেশের জন্য ও পাওয়ার সিস্টেম নিয়ন্ত্রণের জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহৃত হয়।

(৫) পাওয়ার সিস্টেমে ওভার কারেন্ট এবং আন্ডার ভোল্টেজ প্রটেকশনের জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহৃত হয়।

(৬) বিভিন্ন ধরনের রিলে এক্সাইট (Excite) করার কাজে পাওয়ার সিস্টেমে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহৃত হয়।

(৭) পাওয়ার সিস্টম সাবস্টেশন ইত্যাদিতে মিটারিং-এর জন্য কারেন্ট সেলিং এর জন্য কারেন্ট ট্রান্সমিটার ব্যবহৃত হয়।

(৮) প্রটেকশন সার্কিট ও মিটারিং সার্কিটের আইসোলেশনের জন্য ইনস্ট্রামেন্টে ট্রান্সফরমার ব্যবহৃত হয়।


সিটি (CT) এবং পিটির (PT) সুবিধা ও অসুবিধা

কারেন্ট ট্রান্সফরমার (CT) কি, এবং পটেনশিয়াল ট্রান্সফরমার (PT) কি

কারেন্ট ট্রান্সফরমারের বৈশিষ্ট্য 

কারেন্ট ট্রান্সফরমারের গঠন