কারেন্ট ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার 
(Describe Current Transformer (CT) and Potential Transformer (PT)

(১) কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer): 

কারেন্ট ট্রান্সফরমার এমন একটি স্টেপ আপ ট্রান্সফরমার যা কারেন্ট কমিয়ে একটি লো রেঞ্জের অ্যামিটার দ্বারা উচ্চ (High) কারেন্ট পরিমাপ করতে সাহায্য করে। কারেন্ট ট্রান্সফরমারের Primary লোড বা লাইনের সাথে সিরিজে যুক্ত থাকে এবং সেকেন্ডারির সাথে একটি অ্যামিটার যুক্ত থাকে। তবে কারেন্ট ট্রান্সফরমার প্রটেকটিভ ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হলে উহার সেকেন্ডারির সাথে রিলে কয়েল সিরিজে যুক্ত থাকে। মোটকথা উচ্চমানের এসি কারেন্ট পরিমাপের জন্য আদর্শ অ্যামিটারের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে কারেন্ট ট্রান্সফরমার বলে। একে সিরিজ ট্রান্সফরমারও বলা হয়। এ কারেন্ট ট্রান্সফরমারকে CT দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

(১) মিটারিং কারেন্ট ট্রান্সফরমার (Metering Current Transformer)

(২) প্রটেকটিভ কারেন্ট ট্রান্সফরমার (Protective Current Transformer)



মিটারিং কারেন্ট ট্রান্সফরমার ও প্রটেকটিভ কারেন্ট ট্রান্সফরমার মূলত একই ধরণের, শুধুমাত্র এর কোর-এর গঠন ভিন্ন হয়। মিটারিং কারেন্ট ট্রান্সফরমার-এর কোর সাধারণত রেটেড কারেন্টের 7-৪ গুণ বেশি কারেন্ট পরিমাপ করতে পারে কিন্তু প্রটেকটিভ কারেন্ট ট্রান্সফরমারের কোর সাধারণত 25-30 গুণ বেশি কারেন্টে স্যাচুরেটেড হয়। ফলে উচ্চ কারেন্টেও ট্রান্সফরমারের কোন ক্ষতি হয় না। এখানে, অ্যামিটার রিডিং=Is ,  লোড কারেন্ট=IL

CT এর নমিনাল রেশিও = n

লোড কারেন্ট, IL= nIs


পটেনশিয়াল ট্রান্সফরমার (Potential Transformer): 

পটেনশিয়াল ট্রান্সফরমার এমন একটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার যা ভোল্টেজ কমিয়ে এফটি লো-রেজের ভোল্টমিটার দ্বারা উচ্চ ভোল্টেজ পরিমাপে সহায়তা করে। এর প্রাইমারি সরবরাহের আড়াআড়ি যুক্ত থাকে এবং সেকেন্ডারিতে ভোল্টমিটারের সংযোগ থাকে। তবে ভোল্টেজ বা পটেনশিয়াল ট্রান্সফরমার যখন প্রটেকটিভ ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয় তখন এর সেকেন্ডারিতে প্রটেকটিভ ডিভাইস যুক্ত থাকে। প্রাইমারিতে খুব বেশি সংখ্যক প্যাঁচ এবং সেকেন্ডারিতে তুলনামূলকভাবে অনেক কমসংখ্যক প্যাঁচ থাকে।

পটেনশিয়াল ট্রান্সফরমারের রেশিও a=Np/Ns  হলে প্রাইমারি বা লাইন ভোল্টেজ,

Vp = ax সেকেন্ডারিতে যুক্ত ভোল্টমিটার রিডিং


উচ্চমানের এসি ভোল্টেজ আদর্শ ভোল্টমিটার দ্বারা নিরাপদ পরিমাপের জন্য ভোল্টমিটারের সাথে যে ট্রান্সফরমারের ব্যবহার করা হয় তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বলে। একে সংক্ষেপে পি.টি (PT) বলে।


কারেন্ট এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের ব্যবহার

সিটি (CT) এবং পিটির (PT) সুবিধা ও অসুবিধা

কারেন্ট ট্রান্সফরমারের বৈশিষ্ট্য 

কারেন্ট ট্রান্সফরমারের গঠন