SCR এর গঠন এবং কার্যাবলি 
(The construction and operation of SCR) 

SCR একটি চার স্তরের PNPN ও তিন জাংশন একক গেট বিশ্লিষ্ট সিলিকন সুইচিং ডিভাইস। এটির তিনটি প্রান্তে যথাক্রমে অ্যানোড (A), ক্যাথোড (K) এবং গেট (G) আছে। এক প্রান্তে P-স্তর এবং অপর প্রান্তে N-স্তর থাকে। তাই তাকে চার স্তরের PNPN ডিভাইসও বলে। কার্যত তা তিনটি ডায়োডের পশ্চাৎ থেকে পশ্চাৎ (back to back) সংযোগ বলা যায়। নিচের চিত্রে তা দেখানো হল- 

(ক) গঠন (Construction) : SCR এর তিনটি জাংশন এবং চারটি স্তর রয়েছে। এই স্তরসমূহ পর্যায়ক্রমে - টাইপ এবং N- টাইপ সিলিকন দ্বারা গঠিত। জাংশন তিনটিকে'),, J, এবং ১, দ্বারা চিহ্নিত করা হয়, অন্যদিকে প্রান্তসমূহকে অ্যানোড (Anode A),ক্যাথোড (Canthode, K) এবং গেট (Gate,G) দ্বারা চিহ্নিত করা হয়। গেটটি অভ্যন্তরীণ ৮-টাইপ স্তরের নিকটে সংযুক্ত। গেটের কাজ মূলত SCR কে ট্রিগারিং করা।

নিচের চিত্রে SCR এর স্কেমেটিক স্ট্রাকচার এবং সার্কিটে ব্যবহৃত সিম্বল (Symbol) অঙ্কন করে দেখানো হল-


(খ) SCR এর কার্যপ্রণালির মূলনীতি (Operating principle of a SCR): চিত্রে এ একটি SCR এর সংযোগ চিত্র দেখানো হল। প্রাথমিক অবস্থায় ধরা যাক গেট ভোল্টেজ শূন্য। এ সময় অ্যানোড ও ক্যাথোডের মধ্যে চিত্রানুযায়ী ভোল্টেজ প্রয়োগ করা হলে জাংশন ১, রিভার্স বায়াস এবং ১, ও ১, ফরোয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। ফলে লোড R, এর মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় না এবং SCRটি 'কাট-অফ' অফ অবস্থায় থাকে। এখন গেট ভোল্টেজ শূন্য অবস্থায় অ্যানোড ভোল্টেজ বাড়াতে থাকলে এক সময় জাংশন ১, এর ব্রেক ডাউন (Break down) ঘটে। এতে SCRটি কন্ডাকশন পায় এবং 'ON' অবস্থায় আসে। গেট ভোল্টেজ শূন্য বা গেট খোলা থাকা অবস্থায় যে ভোল্টেজ প্রয়োগে SCয়টি কন্ডাকশন পায়, তাকে ব্রেক ওভার (Break over) জোল্টেজ বলে। গেটে ক্যাথোডের তুলনায় সামান্য বেশি পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করেও SCR-কে কন্ডাকশন করানো যায়। এ অবস্থায় অ্যানোড ও ক্যাথোডের মধ্যে আগের তুলনায় অল্প ভোল্টেজ প্রয়োগ করলে চলে। এতে ১, জাংশন ফরোয়ার্ড

বায়াস এবং ১, জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হয়। যার ফলে N-টাইপ ক্যাথোড হতে ইলেকট্রন এবং P-টাইপ গেট হতে হোল (hole) জাংশন ১, কে অতিক্রম করে এবং গেট কারেন্ট প্রবাহিত হতে শুরু করে। গেট কারেন্ট ই প্রবাহের সঙ্গে সঙ্গে অ্যানোড কারেন্ট বাড়তে থাকে। বর্ধিত এ কারেন্টের জন্য 3. জাংশনে ইলেকট্রন জমা হতে থাকে, যা খুব অল্প সময়ে জাংশনের ব্রেক ডাউন ঘটায়। এতে SCR টি দ্রুত কন্ডাকশন পায়। আর একবার SCR টিয় কচাকশন শুরু হলে এর উপর গেটের কোন নিয়ন্ত্রণ থাকে না। এমনকি গেট ভোল্টেজকে সরিয়ে নিলেও অ্যানোড কারেন্টের কোন পরিবর্তন হয় না। এ অবস্থায় একমাত্র অ্যানোড ভোল্টেজকে শূন্য করেই SCR কে 'OFF' করা যায়।