ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার

যে মিটারের সাহায্যে যে কোন মানের ফ্রিকুয়েন্সি পরিমাপ করা যায় তাকে ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার বলে। অ্যানালগ ফ্রিকুয়েন্সি মিটারগুলো সাধারণত অল্প রেঞ্জের জন্য উপযোগী কিন্তু ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটার যে কোন মানের ফ্রিকুয়েলি নির্ণয়ের জন্য য্যবহার করা হয়।

Digital Frequency Meter

ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটারের কার্যনীতি
(Describe the Principal of Operation of Digital Frequency Meter)

ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটারের সাহায্যে যে সিগন্যালের ফ্রিকুয়েন্সি পরিমাপ করতে হবে সে সিগন্যালকে প্রথমে একটি অ্যামপ্লিফায়ার দ্বারা বিবর্ধিত করা হয়। উক্ত বিবর্ধিত সিগন্যালকে একটি ডিমিট ট্রিগার সার্কিট দ্বারা একদল পালসে (A Train of Pulse) বা স্কয়ার ওয়েতে রূপান্তর করে। উক্ত পালসকে একটি গেটের (AND Gate) সাহায্যে একটি কাউন্টারে প্রয়োগ করা হয়। কাউন্টার উক্ত পালসগুলো গণনা করবে। আর পালসগুলো যেহেতু সিগন্যালের ফ্রিকুয়েন্সি নির্দেশ করে। তাই কাউন্টার অজানা ফ্রিকুয়েন্সির মান নির্দেশ করবে। AND গেটকে নির্দিষ্ট সময় পরপর off এবং on করার জন্য একটি টাইম বেস সিলেকটর সার্কিট ব্যবহার করা হয়। কাউন্টারের আউটপুট অর্থাৎ গণনা সংখ্যাকে ডিকোডারের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে সংখ্যায় দৃশ্যমান করা হয়, যা পরিমাপকৃত ফ্রিকুয়েন্সির মান নির্দেশ করে |