DIAC এর গঠন এবং কার্যাবলি (The structure and operation of DIAC) 

(ক) ডায়াক (DIAC): ডায়াক হল দুই প্রান্ত তিন স্তর বিশিষ্ট দ্বিমুখী ডিভাইস, যা প্রয়োগকৃত ভোল্টেজের উভয় মেরুর জন্য OFF স্টেট হতে ON স্টেটে সুইচিং করতে পারে। পাশে তার সাধারণ গঠন ও সিম্বল অঙ্কন করা

হলো-



ডায়াককে PNP অথবা NP'N উভয় অবকাঠামোর মাধ্যমে গঠন করা হয়। তবে উভয় কাঠামোতে প্রান্ত দুটো, রিজিয়নকে সংযুক্ত করে ব্যবহার করা হয়। DIAC এর গঠন ট্রানজিস্টরের মতই। তবে কিছু পার্থক্য রয়েছে-

১। যেস স্তরে কোন প্রান্ত সংযুক্ত থাকে না।

২। তিনটি অঞ্চলই আকারে সুষম।

৩। ডোপিং ঘনত্ব আদর্শ হওয়ায় একই রকম ধর্ম প্রকাশ করে।


(খ) ডায়াক এর অবকাঠামো (The chastruction of DIAC)

ডায়াক (DIAC): নিচের চিত্রে ডায়াকের সাধারণ অবকাঠামো এবং সিম্বল অঙ্কন করে দেখানো হলো- ডায়াকের তিনটি প্রাপ্ত PNP অথবা NPN হতে পারে। এটি

উভয়মুখী কারেন্ট প্রবাহ করে। তাই তাকে উভমুখী ডায়োড ও বলা হয়। এটির কোন সেট প্রান্ত নেই। উভমুখী অ্যাডেলেগ ব্রেক ডাউন ভোল্টেজ নির্বাহের মাধ্যমে কারেন্ট প্রবাহ ঘটানো যায়।

ডায়াকের দুটো PN জাংশন একই রকম জোশিং বৈশিষ্ট্যেরসংযোগ চিত্র  হয়ে থাকে, ফলে সুষম সুইডিং বৈশিষ্ট। উভয় ধনাত্মক অথবা ঋণাত্মক ভোল্টেজের জন্য প্রদান করে।


(গ) ডায়াক এর কার্যপ্রণালি (The operation of DIAC) 

ডায়াক (DIAC): পাশে ডায়াকের এসি ভোল্টেজের সাথে এবং আউটপুট ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করে দেখানো হলো-


ডায়াকের আড়াআড়িতে ধনাত্মক অথবা ঋণাত্মক উভয় প্রকার ভোল্টেজ প্রয়োগ করা হলে এতে অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাকে লিকেজ কারেন্ট বলে। এ অবস্থায় ভায়াক অফ (CHF) সুইচ হিসাবে কাজ করে।

এখন প্রয়োগকৃত ভোল্টেজের মান বাড়তে থাকলে লিকেজ কারেন্টের মান খুব সামান্য পরিমাণে বাড়ে। তবে বর্ধিত এ ভোল্টেজ যখন ডায়াকের ব্রেকওভার ভোল্টেজের (Van) সমান বা বেশি হয়, তখন ডিভাইসটির ব্রেক ডাউন ঘটে

এ সময়ে ডায়াকটি নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। ফলে প্রয়োগকৃত ভোল্টেজের মান কমতে থাকে এবং ডায়াকে কারেন্ট অত্যাধিক হারে বৃদ্ধি পায়। ফলে ডায়াক অন (ON) হলে প্রয়োগকৃত ভোল্টেজের মান শূন্য না করা পর্যন্ত ডায়াককে অফ (OFF) অবস্থায় আনা যায় না।